eaibanglai
Homeএই বাংলায়ইস্কোয় স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবি তৃণমূলের

ইস্কোয় স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবি তৃণমূলের

সংবাদদাতা,আসানসোলঃ- ইস্কোর ১০ কিলোমিটারের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে প্রাধান্য দিতে হবে। তার পর জেলার বেকার যুবকদের সুযোগ দিতে হবে। ঠিকা শ্রমিকদের বেতন বৈষম্য ঠিক করতে হবে। এমনই একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামছে তৃণমূল। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আসানসোল পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র। এদিনের বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন তিনজন বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, মতিলাল টুডু, চৈতন্য মাঝি সহ ৩৬ জন কাউন্সিলার।

প্রসঙ্গত, বিগত এক বছর ধরে ইস্কো কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ চলছে, এই কাজের জন্য প্রচুর শ্রমিকের দরকার। সেই বিষয়টি মাথায় রেখে হীরাপুর এলাকায় বেকার যুবকেরা চাকরির দাবিতে বেকার যুব মঞ্চ গড়ে তুলে দাবি নিয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রর সাথে দেখা পাশে দাঁড়ানোর আবেদন জানায়। এরপরই অশোকবাবু দলের সর্ব্বস্তরের নেতা, বিধায়ক, জেলা সভাপতি সহ সবাইকে বিষয়টি জানান এবং তাদের সম্মতিতে বেকার যুবকদের আবেদনে সাড়া দেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে অশোক রুদ্র বলেন, “এলাকার বেকার যুবকেরা ইস্কোতে চাকরির দাবিতে ও ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করে। ইতিমধ্যে ইস্পাত দপ্তরের আধিকারিককে এই বিষয়ে দাবি জানিয়ে সবার সাক্ষরিত পত্র পাঠানো হয়েছে।” পাশাপাশি আসানসোলের সাংসদকে আগামী সাংসদ অধিবেশনে এই দাবি নিয়ে আলোচনা করার কথাও জানানো হয়েছে বলে এদিন তিনি দাবি করেন।

তাঁদের দাবিদাওয়াগুলির মধ্যে রয়েছে,বার্ণপুরের ইস্কো কারখানার ১০ কিলোমিটারের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে প্রাধান্য দিতে হবে। পশ্চিমবর্ধমান জেলার বেকার যুবকদেরও কাজে আগ্রাধিকার দিতে হবে। ইস্কোতে কর্মরত ঠিকা শ্রমিকদের সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা ঠিকা শ্রমিকদের বেতন বৈষম্যে সমতা আনতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments