eaibanglai
Homeএই বাংলায়বার্নপুর সেল আইএসপি পরিচালিত স্কুলগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলন

বার্নপুর সেল আইএসপি পরিচালিত স্কুলগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলন

সন্তোষ কুমার মণ্ডল,বার্নপুরঃ- বার্নপুর সেল আইএসপি পরিচালিত স্কুলগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ। কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান অভিভাবকদের। পাশে দাঁড়াল তৃণমূল।

প্রসঙ্গত, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ পরিচালিত বার্নপুর বালক প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং বার্নপুর বালিকা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়কে বেসরকারি হাতে হস্তান্তর বা বেসরকারিকরণের জন্য দরপত্র বা টেন্ডার ডাকা হয়েছে। এদিকে ইস্কোর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই স্কুলগুলির পড়ুয়া থেকে অভিভাবকরা। তাদের পাশে দাঁড়িয়ে আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং রাজ্য শিক্ষক নেতা দিন দুই আগে, একটি সাংবাদিক সম্মেলন করে সেল আইএসপি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছিলেন।

সেইমতো সোমবার অশোক রুদ্রের নেতৃত্বে আসানসোল পুরনিগমের দুই বোরো চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর সহ বিপুল সংখ্যায় অভিভাবক বার্নপুর টানেল গেট থেকে মিছিল করে আইএসপির ডিআইসির কার্যালয়ে পৌঁছান। প্ল্যাকার্ড হাতে তারা স্কুলগুলির বেসরকারিকরণের প্রতিবাদ করেন। এরপর কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে কাউন্সিলরদের একটি প্রতিনিধিদল আইএসপির সিজিএম (এইচআর) ইনচার্জ ইউপি সিংর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। যাতে স্কুলগুলিকে বেসরকারি হাতে হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত সেলের আইএসপি কর্তৃপক্ষ বার্নপুর বালক প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, বার্নপুর বালিকা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং আইএসপি মডেল ইংরেজি বিদ্যালয় পরিচালনা করে। আইএসপি কর্মীদের পাশাপাশি ওই এলাকার দরিদ্র পরিবারের বহু পড়ুয়া বার্নপুর বালক ও বালিকা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে।

কাউন্সিলর অশোক রুদ্র এদিন বলেন,”ইএসপি কর্তৃপক্ষ শিক্ষাবিরোধী এবং বাঙালি বিরোধী আচরণ করে এই স্কুলগুলিকে বেসরকারিকরণ করতে চায়। এটি কোনও অবস্থাতেই হতে দেওয়া হবে না।” পাশাপাশি তিনি সেলের সমালোচনা করে বলেন, “আইএসপির আধুনিকীকরণের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া সেল আইএসপির সিএসআর বিভাগ অন্যান্য স্কুলের উন্নয়ন এবং শিশুদের শিক্ষা উপকরণ বিতরণের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এদিকে নিজস্ব স্কুল বন্ধ করতে চায়! সেল আইএসপি কর্তৃপক্ষের উচিত এই স্কুলগুলির শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা বন্ধ করা।” এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া না হলে টানা আন্দোলন হুঁশিয়ারিও দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments