সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মুঠো ফোন আসার পর থেকেই ছবি তোলার ক্ষেত্রে বলতে গেলে একটা বিপ্লব ঘটে গেছে। একসময়ে একটা ক্যামেরা কিংবা একটা ছবি তোলার জন্য়ই বিস্তর কাঠ খড় পোড়াতে হতো। মুঠো ফোনের জমানায় তা জলভাত। সবার হাতে হাতে মুঠো ফোনের ক্যামেরা। আর সেই ক্যামেরা দিয়ে যদি নিজের ফটো নিজেই তোলা যায় তাহলে তো কথাই নেই। এরপর থেকে মুঠো ফোনে সেই সেলফি তোলার যে হিড়িক তৈরি হয় তা বর্তমানে অন্য মাত্রা এনে দিয়েছে। সেলফি প্রেমীদের কথা মাথায় রেখে প্রথম দিকে বড় শহর কিংবা ট্যুরিস্ট স্পট গুলোতে তৈরি হতে শুরু করে সেলফি জোন। ক্রমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তরে গড়ে উঠছে এই সেলফি জোন। এবার তাতে যোগ হল আসানসোলের বার্নপুর শহরের নাম। মঙ্গলবার এই শহরে দুটি সেলফি জোনের উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। বার্নপুরের টাউন পূজা এলাকায় এবং ত্রিবেণী মোড়ে এই দুটি জায়গায় তৈরি করা হয়েছে এই সেলফি জোনের।
মেয়র বিধান উপাধ্যায় এদিন বলেন, “বোরো চেয়ারম্যান ও অশোক রুদ্র সহ অন্য কাউন্সিলরদের দীর্ঘদিনের দাবি ছিল বার্নপুরে দুটি সেলফি জোন তৈরির করার। তাদের আবেদনের ভিত্তিতে ৬ লক্ষ টাকা খরচ করে দুটি সেলফি জোন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষদেরকে পুর পরিসেবা দেওয়ার পাশাপাশি শহরও সাজিয়ে তোলা হবে।”
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি, কাউন্সিলর অশোক রুদ্র সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টরা।





