eaibanglai
Homeএই বাংলায়বার্নপুর ইস্কো ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল "সেল খেল ২০২৫"

বার্নপুর ইস্কো ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল “সেল খেল ২০২৫”

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির পৃষ্ঠপোষকতায় ও আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত হল “সেল খেল ২০২৫”। ইস্কো কারখানার আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পোলো গ্রাউন্ডে এই খেলার উদ্বোধন করা হয়।

“সেল খেল ২০২৫-“এর মূল আকর্ষণ ছিল ম্যারাথন। পোলো গ্রাউন্ড থেকে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম পর্যন্ত একটি মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। এছড়াও এই ম্যারাথনে ৬ থেকে ৭০, সব বয়সীরা অংশগ্রহণ করেছিলেন। এই ম্যারাথন ঘিরে দর্শক এবং পথচারীদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও আসানসোল রামকৃষ্ণ মিশন মাঠে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে আসানসোল মহকুমার আটটি ভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে রামকৃষ্ণ মিশনের মহারাজরা ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সসিকিউটি ডিরেক্টর (মানবসম্পদ) উমেন্দ্র পাল সিং, জিএম বা জেনারেল ম্যানেজার (নগর পরিষেবা ও সিএসআর) বিজেন্দ্র বীর, জিএম (মানবসম্পদ) জিতেন্দ্র কুমার ও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী সোমাত্মানন্দজী মহারাজ ও আশ্রমের অন্যান্য সন্ন্যাসীরা।

জণসাধারণের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments