সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নবদ্বীপ থেকে পশ্চিম বর্ধমানের বার্নপুরে নিয়ে আসা হল চৈতন্য মহাপ্রভুর পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগে এই পাদুকা আনার আয়োজন করা হয়েছিল। শনিবার পুলিশি পাহারায় চৈতন্যদেবের পাদুকা জোড়া প্রথমে বার্নপুর স্টেশনের সামনে আনা হয় এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওই পাদুকা বার্নপুরের বারি ময়দানে নিয়ে যাওয়া হয়। এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য নবদ্বীপ থেকে আনা হয়েছিল কীর্তনের দল। তাঁরা হরিনাম করতে করতে পাদুকা মন্দিরে নিয়ে যান।
অন্যদিকে পাদুকা পুজোর জন্য আগে থেকেই সেজে উঠেছিল বারি ময়দান। গড়ে তোলা হয়েছিল বিশেষ মঞ্চ। তারপর মন্দিরে শুরু হয় বিশেষ পুজো। চৈতন্য মহাপ্রভুর পাদুকা দর্শন করতে এদিন ভক্তদের ঢল নামে। তাঁদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বার্নপুর টাউন পুজো কমিটির পৃষ্ঠপোষক সুদেষ্ণা ঘটক জানান, পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথমবার চৈতন্য মহা প্রভুর পাদুকা এসেছে।
শনিবার দিনভর পুজো অর্চনার পর চৈতন্য মহাপ্রভুর পাদুকা রবিবার ফের নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে।





