eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ক্যান্সার সচেতনতায় পদ যাত্রা আয়োজিত

দুর্গাপুরে ক্যান্সার সচেতনতায় পদ যাত্রা আয়োজিত

সংবাদদাতা, দুর্গাপুর:- পশ্চিমবর্ধমান জেলার একমাত্র ক্যান্সার হাসপাতালে লাগু হয়েছে স্বাস্থ্য সাথী হেলথ কার্ড l রয়েছে ক্যান্সার রোগের উন্নত চিকিৎসা পরিষেবা এমনই সব সদর্থক বার্তা দিতে মোহনানন্দ ক্যান্সার হসপিটাল এর উদ্যোগে গত শনিবার সকালে এক ক্যান্সার সচেতনতার পদ যাত্রা অনুষ্ঠান আয়োজিত করা হয় l সকালে সৃজনী প্রেক্ষাগৃহে উক্ত ক্যান্সার অ্যাওয়ারনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সৃজনী প্রেক্ষাগৃহ থেকে জাংশন মল অব্দি এক পদযাত্রার আয়োজন করা হয় এদিন l প্রায় সব বয়সী পুরুষ মহিলা উভয়ই এই পদযাত্রায় অংশগ্রহণ করেন মোহনানন্দ ক্যান্সার হসপিটাল এর চিফ অপারেটিং অফিসার, দীপক দাস,জানান মানুষের জীবনযাত্রা আরও সুস্থ স্বাভাবিক করবার লক্ষ্য এই সচেতন পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং ক্যান্সারের মতন মারন রোগের থেকে কিভাবে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবো তার এক সচেতন বার্তাও মানুষের মধ্যে প্রচার করবার উদ্দেশ্যই এই সচেতন হতে যাত্রা ভয় পাওয়ার কিছুই নেই এই রোগে আক্রান্ত হলে l বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে l সাড়ে তিনশো জন হাঁটলেন এই পদযাত্রায় জানিয়েছেন উদ্যোক্তারা l শহরের বিশিষ্ট চিকিৎসক সহ দুর্গাপুর ইস্পাত কারখানার ও মিশ্র ইস্পাত কারখানার প্রতিনিধিরা এই পদযাত্রায় অংশ নেন l জাংশান মলের মঞ্চে এই পদযাত্রীদের উৎসাহ প্রদান করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় l মোহনানন্দ ক্যান্সার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার দীপক দাস জানান আজকের এই সচেতনতার পদ যাত্রায় স্কুল ছাত্র ছাত্রী থেকে নার্সিং কলেজের ছাত্রীদের যোগদান ছিলো চোখে পড়ার মত l

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments