eaibanglai
Homeএই বাংলায়দু'দিন ব্যাপী সার্ভাইকাল" ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প

দু’দিন ব্যাপী সার্ভাইকাল” ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া শহরের, ধর্মশালায় শনিবার প্রতিধ্বনি সহচরী ক্লাবের পক্ষ থেকে এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতার বাঁকুড়ায় একটি দু’দিন ব্যাপী সার্ভাইকাল” ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প এর আয়োজন করা হয়। বিনামূল্যে পরীক্ষার পরিষেবার পাশাপাশি ক্যানসার ধরা পড়লে সম্পূর্ণ চিকিৎসার পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। বিবাহিত মহিলা যাদের বয়স ৩০-৬০ এর মধ্যে তারা এই ক্যাম্পে এসে পরীক্ষা করাতে পারবেন। সময় সীমা হল সকাল ১১:৩০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত। প্রতিধ্বনি সহচরী ক্লাবের সম্পাদিকা অর্পিতা গুহ জানান, “প্রায় দুই বছর ধরে এই প্রজেক্ট করার ইচ্ছে ছিল। অবশেষে রূপায়িত হল। বাঁকুড়ায় আর্থসামাজিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেই কারণে প্রচুর মহিলা এই রোগ ধরা পড়ে। আশা করছি এই স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে তারা উপকৃত হবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments