সংবাদদাতা, পানাগড়ঃ- পানাগড় মুরগ্রাম রাজ্য সড়কের উপর সড়ক দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে পানাগরের হাসপাতাল মোড় এলাকায় পানাগর ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা গাড়ির মিটার বসিয়ে গাড়ির স্পিড খতিয়ে দেখেন। পাশাপাশি চালকরা মদ্যপ অবস্থায় আছে কিনা তা মেশিন দিয়ে চেক করা হয়। এদিন বেশ কয়েকটি গাড়ির চালকের বিরুদ্ধে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারনে আইনত ব্যবস্থা নেয়া হয়। এছাড়াও এদিন অধিকাংশ লরি চালক দের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতন করা হয়। এছাড়া এদিন বেশ কয়েকজন লরি চালককে মেশিন দিয়ে চেক করে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পানাগর ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা জানিয়েছেন প্রতিনিয়ত তাঁরা এই অভিযান চালাচ্ছেন যাতে চালকরা সাবধানে গাড়ি চালায় এবং দুর্ঘটনা যাতে কম হয়।