eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে অনুষ্ঠিত হলো কেরিয়ার গাইডেন্স সেমিনার

বিষ্ণুপুরে অনুষ্ঠিত হলো কেরিয়ার গাইডেন্স সেমিনার

সংবাদদাতা, বাঁকুড়াঃ- মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কি করবেন, কোন পথে যাবেন, আগামী দিনে নিজেদের ক্যারিয়ার কে কোন দিকে নিয়ে গেলে ছাত্র-ছাত্রীরা সঠিক সফলতা অর্জন করতে পারবেন, সেই সম্পর্কে দিশা দেখাতে বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজ সংস্থার পক্ষ থেকে আজ বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা বিদ্যালয়ে কেরিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হলো। এই সেমিনারের ফলে ছাত্র-ছাত্রীরা কোন পথে এলে আগামী দিনে নিজেদের ক্যারিয়ারকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কে সঠিক দিশা অর্জন করলেন ছাত্র ছাত্রীরা। বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। শিক্ষানুরাগী সমাজের এক সদস্য বলেন, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে বা মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামী দিনে আরস নাকি সাইন্স না অনার্স নাকি টেকনিশিয়ান লাইনে পড়াশোনা করবেন সেই সম্পর্কের দিশা দিতে আমাদের এই কর্মসূচি। এর ফলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছেন তারা । এক ছাত্রী বলেন, বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজের এই কর্মসূচি আমাদের খুবই ভালো লেগেছে। তারা আমাদেরকে জানালেন কোন কোর্স নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে আমরা সফলতা অর্জন করতে পারব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments