eaibanglai
Homeএই বাংলায়রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব পালন তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে

রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব পালন তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে

সঙ্গীতা চৌধুরী: – গত ১২ই মার্চ ছিলো ঠাকুর শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব। এই শুভ অনুষ্ঠানে বেলুড়মঠ থেকে শুরু করে সমস্ত শ্রীরামকৃষ্ণের ভাবানুসারী সকল আশ্রমে এইদিন উৎসব অনুষ্ঠান হয়েছে। এই রামকৃষ্ণ জন্মমহোৎসব খুব ভালোভাবে পালন করা হয় তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমেও। অনান্য দিনের মতো সকালে মঙ্গল আরতি হয়েছিলো এইদিন, তারপর বেদ বা গীতা পাঠ হয় ও ঠাকুরের বিশেষ পূজা হয়। ঠাকুরের জন্ম তিথি উৎসব উপলক্ষে এই দিন তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে হোম হয়, হোম হওয়ার পর রাস্তায় ঠাকুরের সকল সন্তানদের উদ্দেশ্যে খিচুড়ি আর পায়েস নিবেদন করা হয়।

তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের কাশীকানন্দ মহারাজের কথায়,“ কমপক্ষে ১২০০ মানুষকে প্রসাদ দান করা হয়েছে। তারপর ঠাকুরের ভোগ হওয়ার পর ৫০ জন বাচ্চাকে শ্রী নারায়ণ জ্ঞানে পূজা করা হয়েছে এবং শেষে ৩০০জন মত ভক্তকে প্রসাদ দেওয়া হয়েছে। সবশেষে সংগীত ভজন ও কথামৃত পাঠের মধ্য দিয়ে শেষ হয়েছে ঠাকুরের জন্ম তিথি উৎসব”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments