eaibanglai
Homeএই বাংলায়জনপ্রিয় অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা কান্ডে গ্ৰেফতার আরো ২

জনপ্রিয় অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা কান্ডে গ্ৰেফতার আরো ২

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- জনপ্রিয় ক্রয়-বিক্রয় অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন ছাতনার যুবক বিশ্বজিৎ রক্ষিত। পরে অভিযোগ পেয়ে ছাতনা থানার পুলিশ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে গাড়ি বিক্রির সাথে যুক্ত সেলিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধার করা হয় গাড়িটিকেও।

ধৃত ব্যক্তিকে হেফাজাতে নিয়ে জেরা করে, সেই সূত্র ধরে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করলো বাঁকুড়ার ছাতনা থানার পুলিশ। জানা গেছে ওই গাড়ির বিক্রির ঘটনায় যুক্ত সমীর মন্ডল নামে এক ব্যক্তিকে বারাসাত এলাকা থেকে এবং গৌরীশংকর বক্সি নামে এক ব্যক্তিকে বারুইপুরের সোনারপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত দুই আসামীকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা থানা পুলিশ।

প্রসঙ্গত দিন কয়েকদিন আগে ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি এলাকার বাসিন্দা যুবক বিশ্বজিৎ রক্ষিত তাঁর চারচাকা গাড়িটি বিক্রি করার জন্য জনপ্রিয় ক্রয়-বিক্রয় অ্যাপে বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে আগ্রহ দেখান। ফোনে কথাবার্তা হওয়ার পর নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তাঁর এক প্রতিনিধিকে কলকাতার সিটি ব্যাঙ্কের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমাণ্ড ড্রাফ্ট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ায় পাঠান। শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ঝাঁটিপাহাড়ি ইউকো ব্যাঙ্কে ডিমাণ্ড ড্রাফ্ট জমা করতে পারেননি বিশ্বজিৎ। মঙ্গলবার ওই যুবক ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন তাঁকে দেওয়া ওই ডিমাণ্ড ড্রাফ্ট আসল নয়। যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে। প্রথমবার ফোন রিসিভ করলেও পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক।

এ ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করেছে ছাতনা থানা পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments