eaibanglai
Homeএই বাংলায়পুরুলিয়া ও আরণ্যক এক্সপ্রেসের ছাতনা স্টেশনে স্টপেজের দাবি

পুরুলিয়া ও আরণ্যক এক্সপ্রেসের ছাতনা স্টেশনে স্টপেজের দাবি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– আগে স্টপেজ দিলেও করোনা কালের পর থেকে পুরুলিয়া ও আরণ্যক এক্সপ্রেস বাঁকুড়ার ছাতনা স্টেশনে স্টপেজ বন্ধ করে দিয়েছে। সমস্যায় পড়ছেন এলাকার হাজার হাজার বাসিন্দা। তাই পুনরায় ট্রেনগুলি স্টপেজ দেওয়ার বিষয়ে আদ্রা ডি আর এম এর কাছে লিখিত আবেদন জানালেন ছাতনাবাসী।

উল্লেখ্য এই ছাতনা ব্লকেই অবস্থিত একাধিক কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং পর্যটকদের প্রিয় শুশুনিয়া পাহাড়। এই সব এলাকাগুলিতে নিত্যদিন বহু পর্যটক, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা আনাগোনা করেন ভিন রাজ্য ও ভিন জেলা থেকেও। আর এই এইসব প্রতিষ্ঠান ও পর্যটন স্থানে আসার জন্য ট্রেন মাধ্যমে যাতাযাতই সবথেকে সুবিধার। কিন্তু করোনা কালের পর থেকে ছাতনা রেল স্টেশনে পুরুলিয়া ও আরণ্যক এক্সপ্রেস ট্রেন দুটি আর স্টপেজ দেয় না। এর ফলে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী সহ পর্যটক এবং এলাকার সমস্ত শ্রেনীর মানুষজন। তাই যাতে উল্লিখিত ট্রেনগুলি ছাতনা স্টেশনে স্টপেজ দেয়, সেই দাবি নিয়ে এদিন এলাকার বাসিন্দারা একজোট হয়ে ছাতনা স্টেশন মাষ্টারের কাছে লিখিত ডেপুটেশন পত্র জমা দেয়, আদ্রা ডি আর এম কে দেওয়ার উদ্দেশ্যে। এমনকি বিষয়টি তারা কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকেও লিখিতভাবে জানিয়েছেন বলে এদিন জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments