শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার পশ্চিম সীমান্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল ছাতনা। এখানেই রয়েছে সবুজ বনানী ঘেরা ছাতনা রাজবাড়ির মা মৃন্ময়ীর দুর্গামন্দির। একসময়ের সামন্তভূম এর রাজধানী ছাতনায় রাজা বা রাজতন্ত্র কিছু না থাকলেও এখনো সেই পুরনো নিয়ম মেনেই চলে মায়ের আরাধনা। আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন তৎকালীন রানী আনন্দ কুমারী। বাঁকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন এই পুরাকীর্তিটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ফাটল ধরেছে মন্দিরের ছাদে, বৃষ্টি হলেই জল চুঁইয়ে পড়ে মন্দিরের ভেতর। চুন-সরকির পলেস্তারা খসে গিয়ে দেওয়ালের পাঁজর বেরিয়ে পড়েছে, যেখানে সেখানে গজিয়ে উঠেছে আগাছা।মন্দিরের ভেতরের জরাজীর্ণ অবস্থার কারণে বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা মন্দিরের বারান্দাতেই হচ্ছিল তবে সংস্কারের কাজ সম্পন্ন হলে এ বছর দুর্গাপূজা মন্দিরের ভেতরেই হবে বলে জানান বর্তমান রাজা প্রদীপ সিংহ দেও। মন্দিরের গঠনশৈলী একই রেখে সংস্কারের কাজ করা হবে বলে জানান তিনি।