সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাজার করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের। ঘটনা বাঁকুড়ার ছাতনার নামো আঁচুরি এলাকায়। মৃত দুই যুবকের নাম শেখ সিরাজ (১৮), বাড়ি ছাতনার থানাী গুড়পুতা গ্রামে, অন্যজন সাহিদ খান (১৮)ছাতনার মসজিদগোড়ার বাসিন্দা।
জানা গেছে ঈদ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাজার সেরে ছাতনার দিকে রওনা দিয়েছিল ছাতনা থানা এলাকার দুই যুবক। পথে নামো আঁচুরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে ওই যুবকদের বাইক। দুই বাইক আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। বাঁকুড়া সদর থানার পুলিশ খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বাইকটি প্রচণ্ড গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারায় ও গাছে ধাক্কা মারে। স্থানীয়দের মতে বাইকটি অত্যধিক দ্রুত গতিতে থাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে ঈদের পরের দিনই অপ্রত্যাশিত এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নামে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুই যুবক এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।





