সংবাদদাতা, ছাতনা :- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজ এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন ছাতনার একদল যুবক। আজ শুক্রবার সকালে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। সেখানে মোট ২০ জন উৎসাহী যুবক রক্তদান করেন মানবতার সেবায় এগিয়ে এসে।
এই রক্তদান শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কিষান খেতমজুর সেলের সভাপতি শংকর চক্রবর্তী। তিনি সকল রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্তদান এক মহৎ কাজ। অভিষেক ব্যানার্জীর জন্মদিনকে এইভাবে সামাজিক উদ্যোগের মাধ্যমে পালন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ছাতনা ব্লাড ব্যাংক সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে রক্তের মজুত কমে আসায় এই উদ্যোগটি অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ। এমন কর্মসূচির ফলে রক্ত সংকট কিছুটা হলেও মিটবে বলে আশা করা হচ্ছে।
রক্তদান শিবির ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক শুভেচ্ছা উদযাপনের পাশাপাশি আজকের দিনটি পরিণত হয়েছিল মানবতার উৎসবে— “রক্ত দানই জীবনের দান” এই বার্তা ছড়িয়ে পড়ে ছাতনা জুড়ে।

















