eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে দুবাইবাসী পরিচয় দিয়ে ২৫০০০ টাকার কেপমারি দুই বৃদ্ধ দম্পতির

দুর্গাপুরে দুবাইবাসী পরিচয় দিয়ে ২৫০০০ টাকার কেপমারি দুই বৃদ্ধ দম্পতির

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- আবারও এক অভিনব কায়দায় চুরিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। দুই অপরিচিত প্রবীন দম্পতি ও তাদের সাঙ্গো পাঙ্গো নিজেদেরকে দুবাইয়ের বাসিন্দা বলে নিজেদের ইচ্ছায় বেশ চুরি চালিয়ে যাচ্ছে। গত বুধবার সন্ধ্যায় দুর্গাপুর কোকোভেন থানার সগরভাঙ্গা জোনাল মার্কেটে এই দুই প্রবীন দম্পতি নিজেদেরকে দুবাইয়ের বাসিন্দা বলে একটি দোকানে ঢোকে। এবং প্রত্যেক দোকানে গিয়ে তারা ইংরাজীতে কথা বলতে থাকেন। সেই সময় ওই প্রবীন পুরুষ দোকানদারকে বলেন যে, আমরা দুশো, পাঁচশো, দু হাজার টাকার নোট কেমন হয় একবার দেখতে চায়,এটি দোকানদারদের অভিযোগ। তৎক্ষনাৎ ওই প্রবীন পুরুষটি দোকানের ক্যাশ বাক্সে হাত ঢোকানোর চেষ্টা করে এবং সেটি স্পষ্ট দোকানের সি সি টিভি ফুটেজেও ধরা পড়ে। প্রথম দুটি দোকানে চুরি করতে ব্যর্থ হলেও ওই দুই প্রবীন দম্পতি একটি কাপড়ের দোকানে ঢোকে সেখান থেকে তারা দু জোড়া মোজা কেনে। ঠিক আগের মতো এবারও তারা দোকানদারের কাছে ভারতীয় একশো, দুশো টাকা কেমন হয় দেখার আবদার করেন। দোকান মালিক অভিজিত গুপ্তার অভিযোগ যে তার ক্যাশ বাক্স থেকে ২৫ হাজার টাকা রাখা ছিল সেটা তারা হাতিয়ে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানদাররা কোকোভেন থানায় গিয়ে এই অভিযোগ জানায় পুলিশ প্রথমে এই অভিযোগ না নিলেও পরে তারা অভিযোগ নেয়। বেশ কিছু দিন আগে দুর্গাপূরের অম্বুজাতেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল, এই দুই প্রবীন দম্পতি কারা? এদের উদ্দ্যশ্যটাই বা কি। এই নিয়ে এক গভীর রহস্যের দানা বেঁধেছে। পুলিশও ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তবে পুলিশ এখনই কিছু বলতে পারছে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments