eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতা দিবস দাবা চ্যাম্পিয়নশিপ এ বিজয়ী টিম ডিএভি মডেল স্কুল

স্বাধীনতা দিবস দাবা চ্যাম্পিয়নশিপ এ বিজয়ী টিম ডিএভি মডেল স্কুল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বর্ধমান, দুর্গাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুর্গাপুরের ইস্পাত নগরী এ-জনের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস চ্যাম্পিয়নশিপ দাবা প্রতিযোগিতা। দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও এই দাবা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, বীরভূম ,পুরুলিয়া , হুগলি, মেদিনীপুর সহ কলকাতা থেকে একাধিক দাবা প্রেমিক মানুষেরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। এবারের সেরার সেরা চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নিলো দুর্গাপুর শিল্পাঞ্চলের টিম ডিএভি মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা।

দুর্গাপুর শিল্পাঞ্চলের এই বিখ্যাত স্বাধীনতা দিবস উপলক্ষে চেস চ্যাম্পিয়নশিপের উন্মাদনা ছিল তুঙ্গে। খুদে পড়ুয়া,গৃহবধূ ,অবসরপ্রাপ্ত সরকারি আমলা, ডাক্তার সহ জীবনের বিভিন্ন অংশের মানুষজন এদিন একত্রিত হয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলকে দাবা খেলার মহাতীর্থের পরিণত করেন । এই স্বাধীনতা দিবস চেস চ্যাম্পিয়নশীপের পরিচালনা ,ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়ভার সামলেছেন বিখ্যাত দাবা ক্রীড়াবিদ তপন দাশগুপ্ত, মলয় মজুমদার ও পঙ্কজ কুমার মন্ডল । বাংলার মাটি থেকে বিশ্ব বিখ্যাত দাবা খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও স্বাধীনতা দিবস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মানুষের মহামিলনের ক্ষেত্র হয়ে উঠল রবীন্দ্র ভবন চত্বর ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments