eaibanglai
Homeএই বাংলায়ছেলেধরা গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র

ছেলেধরা গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র

সংবাদদাতা,আসানসোলঃ- বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে নানা আশান্তির ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসছে। এবার ছেলেধরা গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরির আদিবাসী পাড়া এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে গত ১২ ই জুলাই সন্ধ্যায় আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরির আদিবাসী পাড়ায় স্থানীয়রা কয়েকজন অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে। মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। ছেলেধরা সন্দেহে তাদের আটক করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। কিন্তু আটক যুবকদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের উপর হামলা চালায়। এমনকি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় ও একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ২ জন পুলিশকর্মী আহত হন। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশের উপর হামলার অভিযোগে তিনজনকে আটক করা হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর উৎপল সিংহ। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত ছেলেধরা গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাগাতার সচেতনতা প্রচার চালানো হলেও পরিস্থিতির যে কোনো পরিবর্তন হচ্ছে না এদিনের ঘটনা তা আবারও প্রমান করল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments