নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে আবারও ছেলেধরা গুজবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রেখে চলল গণধোলাই। উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হতে হয় পুলিশকেও। ঘটনাটি ঘেটেছে লাউদোহা থানার নবঘনপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এক ব্যক্তিকে নবঘনপুর গ্রামের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার কয়েকজন তাকে দাঁড়াতে বললে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে । আর এতেই ছেলেধরা সন্দেহ চেপে বসে স্থানীয়দের মনে। ওই ব্যক্তিকে তাড়া করে ধরে ফেলে স্থানীয়রা। এরপর বিদ্যুতের খুটিতে বেঁধে চলে গণধোলাই।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ। কিন্তু উত্তেজিত জনতার হাত থেকে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। গণধোলাইয়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পাণ্ডবেশ্বর থানার ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর এলাকায় বাসিন্দা ওই ব্যক্তির নাম কিশন পাহাড়ি। বয়স আনুমানিক ৪০ বছর।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে চলছে ছেলেধরা গুজব । গণধোলাইয়ের ঘটনাও ঘটছে কোথাও কোথাও। চলতি মাসেই দুর্গাপুরের কাঁকসার এগারো মাইল এলাকায় নিজের শিশু সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে ছেলেধরা গুজবের শিকার হয়েছিলেন এক ব্যক্তি। এই গুজব রুখতে প্রশাসনের তরফে লাগাতার সচেতনতা প্রচার চালানো হচ্ছে। কিন্তু এই ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানো যাচ্ছে না।