জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সুইসা পুলিশ ফাঁড়ি অধীনস্ত নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের কাছে একটি ঝোপ থেকে সদ্যজাত পুত্র সন্তান উদ্ধার হয় শুক্রবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ |জানা যায় সদ্যজাত শিশুটি প্রথমে স্থানীয় এক মহিলার নজরে আসে তারপর খবর যায় স্থানীয় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের কাছে ও তারপরেই খবর দেওয়া হয় সুইসা পুলিশ ফাঁড়িতে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে ছুটে আসেন সুইসা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা এবং সেখান থেকে সদ্য জাত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাতরডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়| পুলিশ সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পরে বর্তমানে শিশুটি সুস্থ আছে| জানা যায় শিশুটিকে পুরুলিয়া চাইল্ড লাইনে পাঠানো হবে, তবে পুলিশ এমনই চাঞ্চল্য কর ঘটনার তদন্ত করছে|