সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নিম্নচাপের জেরে টানা দুনিরে ভারী বর্ষণে বানভাসি অবস্থা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। এর থেকে বাদ পড়েনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কলোনি। রেল কোয়ার্টার্সে জল ঢুকে জল থৈ থৈ অবস্থা। বিপাকে রেল কলোনির আবাসিকরা। চিত্তরঞ্জনের এরিয়া ৮, সাড়ে চারের পল্লীর মতো নীচু এলাকার আবাসনগুলিতে এই বানভাসী অবস্থা তৈরি হয়েছে। জানা গেছে এক রাতে ওই এলাকায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে এই পরিস্থিতির জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কর্তৃপক্ষকেই দুষছেন আবাসিকরা। তাদের অভিযোগ কোয়ার্টার্সের পিছনের জল নিকাশি নালা পরিষ্কার না করার জন্যই এই দুরবস্থা। পাশাপাশি দুর্নীতিরও অভিযোগ করেছেন তারা। শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিংয়ের অভিযোগ আবাসন মেরামত, নালা পরিষ্কারের জন্য বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ না করে সেই অর্থ অন্যভাবে ব্যয় হয়ে যাচ্ছে।
উল্লেখ্য একসময় প্রায় ১০০০০ আবাসনের এই শহর যথেষ্ট ঠিকঠাক থাকলেও এখন আবাসনের সংখ্যা তার অর্ধেকে নেমে এসেছে, কিন্তু কর্তৃপক্ষের সেগুলির সংস্কারে নজর নেই বলেই অভিযোগ।