সংবাদদাতা,আসানসোলঃ– পঞ্চমীর সন্ধ্যায় চিত্তরঞ্জনের রেল আবাসন থেকে উদ্ধার হল এক রেল কর্মীর মৃতদেহ। এদিন এরিয়া-৫ এর ৩৭ নাম্বার রাস্তায় ৪১/এ রেল আবাসনের শৌচালয় থেকে রেলকর্মী ওমপ্রকাশ বাল্মীকির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ ও আরপিএফ মৃতদেহ উদ্ধার করে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যায়।
জানা যায় ওমপ্রকাশ বাল্মীকি একাই রেল আবাসনে থাকতেন। পরিবারের সদস্যরা উত্তর প্রদেশের হাতরাস জেলায় পারিবারিক বাড়িতে থাকেন। স্থানীয়রা জানান মঙ্গলবার সন্ধ্যায় ওমপ্রকাশ বাল্মীকি বন্ধুদের সাথে বাজার থেকে আড্ডা দিয়ে নিজের আবাসনে ফেরেন। তার কিছুক্ষণ পরেই আবাসনের শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয়।
এদিকে ওই ঘটনার পর বাল্মীকি সমাজের সদস্যদের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়। তাঁদের অভিযোগ ওমপ্রকাশ বাল্মীকির শরীরের পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাঁরা মনে করছেন ওমপ্রকাশ বাল্মীকিকে হত্যা করা হয়েছে। পাশাপাশি তাঁরা দাবি করেন ওমপ্রকাশ বাল্মীকির পরনে সোনার হার ও তাঁর মোবাইলটি পাওয়া যাচ্ছে না। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।