eaibanglai
Homeএই বাংলায়চিত্তরঞ্জন রেল কারখানায় ২৪ ঘন্টার গণ ধর্না কর্মসূচি

চিত্তরঞ্জন রেল কারখানায় ২৪ ঘন্টার গণ ধর্না কর্মসূচি

সংবাদদাতা,আসানসোলঃ– চিত্তরঞ্জন রেল কারখানার জিএম গেটের সামনে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ২৪ ঘন্টার গণ ধর্নার ডাক দিয়েছে চিত্তরঞ্জন লেবার ইউনিয়ন । ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর সকাল ১০টা অবধি টানা ২৪ঘন্টা চলবে এই ধর্ণা কর্মসূচি । মূলত ‘রেল বাঁচাও – দেশ বাঁচাও’ স্লোগান তুলে নতুন প্রযুক্তির ইঞ্জিন তৈরির দাবি,নতুন কর্মী নিয়োগের দাবি এবং বেসরকারিকরণের বিরোধিতা করে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের পক্ষ থেকে ৬ হাজার মানুষের সই করা একটি মাস স্মারকলিপি প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দেওয়ার জন্য সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্য সভার সাংসদ তপন সেনের তুলে দেওয়া হয়।

এদিন গণ ধর্ণায় সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্য সভার সাংসদ তপন সেন, আসানসোল লোকসভার প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী,বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব শতরুপ ঘোষ এবং সর্বভারতীয় লোক রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক এম এন প্রসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ধর্না কর্মসূচির পাশাপাশি এদিন সিএল ডাবলু লেবার উনিয়ানের একটি লোগোরও উদ্বোধন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments