সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জনের ফতেপুর জলাধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম রবি রঞ্জন সিং (২৮)। সে ঝাড়খণ্ডের মিহিজামের আমবাগানের বাসিন্দা।
জানা গেছে, শনিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। রবিবার সন্ধ্যার দিকে, ফতেপুর জলাধার সংলগ্ন এলাকার বাসিন্দারা জলের মধ্যে এক যুবককে ভাসতে দেখে চিত্তরঞ্জন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছয় এবং যুবককে উদ্ধার করে চিত্তরঞ্জন রেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে যুবককে পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি ওই যুবক কোনোরকম শারীরিক বা মানসিক সমস্যা বা অবসাদ ছিল না। একেবারে স্বাভাবিক জীবনযাপন করছিল। মৃত্যুর কারণ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ভূমিকার প্রশ্ন তুলেছেন স্থানীয়দের স্থানীয়রা। জালাধার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।





