সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জনে যুবকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীদের নাম সহ চিত্তরঞ্জন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
চিত্তরঞ্জনের ৩১ নং স্ট্রিটের ১৭/বি কোয়ার্টারের বাসিন্দা রাজেশ কুমার রামের অভিযোগ, গত ২৯ অক্টোবর বুধবার রাতে চিত্তরঞ্জনে ফতেপুর কমিউনিটি হলে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী তার উপর হামলা চালায় ও মারধর করে। এই আক্রমণে তাঁর মাথা ফেটে যায়। কাঁধেও গুরুতর আঘাত পান। ঘটনার পরে তিনি চিত্তরঞ্জন থানায় যান। গোটা বিষয়টি শোনার পরে থানা থেকে তাঁকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে পাঠানো হয়। যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি আবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনি অভিযোগের কোনও কপি পাননি বলে দাবি করেছেন। পাশাপাশি ন্যায়বিচারের আবেদন করেছেন।
যদিও পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।


















