সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জন রেল আবাসনে ঢুকে রেলকর্মীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় সহায়তা করতে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল। মঙ্গলবার দুর্গাপুর রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় দুই ঘণ্টা ধরে তদন্ত করে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে।
প্রসঙ্গত উল্লেখ্য গত বৃহস্পতিবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রী বছর ছাপ্পান্নর সঞ্চিতাদেবীকে রেল আবাসনের কোয়াটার্সে ঢুকে নৃসংশভাবে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সকালে কাজে বেরিয়ে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন সঞ্চিতাদেবী। রাতে প্রদীপবাবু বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা খোলা, সবকিছু লন্ডভন্ড, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ। বাড়ি থেকে নগদ ও সোনার গয়নাও খোয়া গেছে বলে দাবি করেন প্রদীপবাবু।
মৃতদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পুলিশ মোটের উপর নিশ্চিত যে, ধারালো অস্ত্র দিয়ে সঞ্চিতাদেবীকে খুন করা হয়েছে। যদিও তার পর এক সপ্তাহ কেটে গেলেও গ্রেফতার হয়নি কেউ। ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এই অচলাবস্থা কাটাতে অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের আশা, নমুনার রিপোর্ট তদন্তে নতুন দিশা দেখাতে পারে।
আপাত শান্ত রেল শহর হিসেবে পরিচিত চিত্তরঞ্জনে ঘটে যাওয়া এই ঘটনার পর নিরাপত্তার অভাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। স্থানীয়দের মধ্যে একদিকে যেমন আতঙ্ক তৈরি হয়েছে অন্যদিকে ক্ষোভও দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তাঁরা।





