সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় শুরু হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এদিন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার উদ্বোধন করেন স্টাডি সেন্টারের ডাইরেক্টর ডক্টর সুদেষ্ণা চ্যাটার্জী, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নীলাঞ্জনা চ্যাটার্জী এবং দুর্গাপুর রিজিওনাল সেন্টারের ডেপুটি ডাইরেক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য।
স্টাডি সেন্টারের উদ্দেশ্য এবং সুযোগ সুবিধা প্রসঙ্গে বিস্তারে ব্যাখ্যা করেন অধ্যক্ষ শ্রীকুন্ডু। উপস্থিত ছিলেন কলেজের আইকিউএসি কো-অর্ডিনেটর ডঃ অপূর্ব কুমার রায় এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ডঃ মুকুল কামলে।
উল্লেখ্য, প্রাইমারি টিচার্স ট্রেনিং, ফ্যাশন ডিজাইন, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সহ বহু বিষয় এখানে পড়ানোর ব্যবস্থা আছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা এই স্টাডি সেন্টার থেকে লাভ করা যাবে। যেকোনো বয়সী ব্যক্তি নেতাজি ওপেন ইউনিভার্সিটির এই স্টাডি সেন্টারে ভর্তি হতে পারবেন এবং প্রয়োজনমতো তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। নতুন করে পছন্দ মতো বিষয়ে পড়াশোনা শুরু করতে পারবেন। এখান থেকে পাওয়া সার্টিফিকেট দেশের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে সমতুল বলে এদিন উল্লেখ করেন ডঃ সুদেষ্ণা চ্যাটার্জী।
উল্লেখ্য, এতদিন এই অঞ্চলের শিক্ষাপ্রেমি ছাত্র-ছাত্রী মানুষজনকে আসানসোল কিংবা রানীগঞ্জে ছুটে যেতে হতো নেতাজি ওপেন ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়ার জন্য। এবার থেকে সেই সুযোগ হাতের কাছেই দেশবন্ধু মহাবিদ্যালয়ে পাওয়া যাবে। এর সুযোগ পাশাপাশি ঝাড়খণ্ডের মানুষজনও নিতে পারবেন।