সংবাদদাতা, কালনাঃ-
জমি দখল করে কালীপূজো করাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা কালনার নাদনঘাটের একটি গ্রামে। শনিবার সকালে। এই নিয়ে এলাকায় বিস্তর উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ। ঘটনায় আহত ১০ গ্রামবাসীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাদনঘাটের পাঁচরোখী গ্রামে ‘যুবক সংঘ’ তারা কালীপূজোর আয়োজন করে।
তবে, যে জমিতে তারা কালীপূজোর আয়োজন করে সেটি গ্রামেরই গোপাল হালদার নামে এক বাসিন্দার মালিকানাধীন। গত কয়েক বছর ধরে ওই জমিতেই তিনি ব্যক্তিগত উদ্যোগে কালীপূজো করে আসছেন। ” এবছরও আমি ওই জমিতে পূজো করব বলে সব ব্যবস্থা করে ফেলেছি। হঠাৎ দেখি ক্লাবের ছেলেরা ঠাকুর এনেছে। বাধা দিতে যাই।
তখন ওরা আমাকে মারে”, বললেন গোপাল। আবার ক্লাবের সহ সম্পাদক তরুন ঘোষ বলেন, ” ওটাই ক্লাবের পূজো করার জায়গা। গত কয়েক বছর থেকে উনি জোর করে পূজোর নামে দখল নিতে চাইছেন, তাই আমরা বাধা দিতে গেলে ওনার ভাড়া করা গুন্ডারা আমাদের ১০জন ক্লাব সদস্যকে মারে। মাথা ফেটেছে চার জনের”।
ঘটনায় পুলিশ দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। গ্রামে উত্তেজনা রয়েছে।