নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় ধৃত তার পুরুষ সহপাঠীকে বুধবার দুপুরে মহকুমা আদালতে পেশ করা হল। গণধর্ষণের ঘটনার পর থেকে তাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করেনি পুলিশ। অবেশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ডাক্তারি পড়ুয়া যুবক মালদার কালিয়াচকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাঁচ অভিযুক্তদের সঙ্গে ওই সহপাঠীকে সামনাসামনি বসিয়ে জেরা করার সময় তার কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তাকে প্রথমে দুর্গাপুর থানায় এবং পরে তাকে নিউ টাউনশিপ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বি এন এস এর 70(1)/3(5) ধারায় মামলা করার পাশাপাশি দুটি অতিরিক্ত ধারা লাগু করা হয়েছে। এদিন তাকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার রাতে ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গণধর্ষণের শিকার হন ওড়িশার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী। ঘটনার পর থেকেই সহপাঠী পুরুষ বন্ধু বিরুদ্ধে সন্দেহ দানা বেধেছিল। নির্যাতিতার বাবাও সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সকালে সহপাঠী ও পাঁচ অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিক্যাল কলেজ সংলগ্ন পরাণগঞ্জ জঙ্গলে প্রায় তিন ঘণ্টা ধরে ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর সেই সময়ও এক অভিযুক্তের সঙ্গে ওই সহপাঠীর কথায় অসঙ্গতি ধরা পড়ে।





