eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রথমবার মেগা ইভেন্ট "দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫"

দুর্গাপুরে প্রথমবার মেগা ইভেন্ট “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দুর্গাপুরে প্রথমবার দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। আগামী ৫ জানুয়ারি সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার অনুপম রায়ের গানের মধ্যে দিয়ে এই মেগা ইভেন্টের উদ্বোধন হবে। কার্নিভাল চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

এই স্পোর্টস কার্নিভালে মোট ইভেন্টে থাকবে মোট ২৫টি খেলা। যেখানে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের পাশাপাশি টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, খোখো সহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা থাকবে। এমনকি তাস,অঙ্কন, যোগা প্রতিযোগিতাকেও এই উৎসবের আওতায় রাখা হয়েছে। শহরের একাধিক স্পোর্টস কমপ্লেক্স জুড়ে চলবে এই বিশাল কর্মকাণ্ড। প্রতিযোগিতায় জয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কারের ব্যবস্থা। এই ইভেন্টের অন্যতম মূল আকর্ষণ থাকবে ম্যারাথ দৌড়। আগামী ১২ জানুয়ারি যার উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলার বাইচুং ভুটিয়া।

উদ্যোক্তাদের মতে এতবড় খেলার উৎসব আগে দুর্গাপুরে হয়নি। দুর্গাপুরবাসী এই প্রথম এই ধরণের মেগা ইভেন্টের সাক্ষ্মী হতে চলেছেন। যেখানে প্রায় ১৫-২০ হাজার প্রতিযোগী অংশ নেবেন। আর এই মেগা ইভেন্টে অংশগ্রহণের জন্য কোনো পয়সা লাগবে না। শুধু পাস সংগ্রহ করলেই হবে। আগামী ২ জানুয়ারি সাকল ১১ টা থেকে এই কার্নিভ্যালের এন্ট্রি পাস দেওয়া হবে। দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরবাসীকে পাস সংগ্রহ করার ও খেলার এই মেগা ইভেন্টে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে।

গতকাল বিকেলে স্থানীয় সমাজসেবী পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের উদ্যোক্তাদের দল ভগৎ সিং স্টেডিয়াম পরিদর্শন করেন এবং এই স্পোর্টস কার্নিভালের ২০২৫ আয়োজনের খুঁটিনাটি খতিয়ে দেখেন।

দুর্গাপুর ক্লাব সমন্বয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের খেলাপ্রেমী মানুষ। এই স্পোর্টস কার্নিভাল পুরনো দুর্গাপুরের খেলার আবহকে আবার ফিরিয়ে আনবে বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments