eaibanglai
Homeএই বাংলায়সাইবার প্রতারণায় খোয়ানো টাকা ফেরাল পুলিশ

সাইবার প্রতারণায় খোয়ানো টাকা ফেরাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সাইবার প্রতারণা নিয়ে তৎপরতা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের। সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ানো নতুন কোনো ঘটনা নয়। অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হন। এবার সেইসব প্রতারকদের কাছ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এবং সমগ্র পুলিশ টিমের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার কোকওভেন থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকায় বসবাসকারী প্রতারিতদের ডেকে টাকা ফিরিয়ে দেওয়া হয়। ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এদিন সকলকে সাবধান করে এই সাইবার প্রতারকদের ফাঁদ থেকে দূরে থাকতে সতর্ক করে দেন। তিনি জানান কোনো লেনদেন সংক্রান্ত ওটিপি কোনো অচেনা ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না। ফোন করে কেউ কোনোভাবে কোনো অজুহাতে টাকা চাইলে দেবেন না। কোনো ফোন করা ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি থাকলে পুলিশের দ্বারস্থ হন। পাশাপাশি সকলকে সচেতন থাকার বার্তা দেন তিনি।

অন্যদিকে এদিন দীপাবলি উপলক্ষে এলাকারয় ৬০ জন দুঃস্থ মানুষের হাতে শাড়ি ও কম্বল তুলে দেওয়া হয় কোকওভেন থানার পক্ষ থেকে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments