সংবাদদাতা, আসানসোল:- আসানসোলের বারাবনির চরণপুরে ইসিএলের খোলামুখ খনিতে ধস। শুক্রবার ভোরের দিকে ঐ খোলামুখ কয়লাখনির একটি জায়গায় ধস হয় স্থানীয় সূত্র খবর পাওয়া গেছে। হতাহতের কোন খবর নেই। শুক্রবার সকালে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, ঐ খোলামুখ কয়লাখনির একটা জায়গায় বিশাল অংশ জুড়ে ধস নেমেছে।
সেই খবর পেয়ে আশপাশের এলাকার বাসিন্দারা উৎসাহের সঙ্গে তা দেখতে যান। তবে, শুক্রবার ভোরবেলা এই ধসের ঘটনা ঘটার সময় সেখানে কেউ ছিলো কি না, তা জানা যায় নি।
জানা গেছে, প্রতিদিনই এই খোলামুখ কয়লাখনি এলাকায় অনেক মানুষেরা কয়লা তুলতে আসেন। তাই এলাকার বাসিন্দাদের মত, খোলামুখ কয়লাখনি থেকে কয়লা তোলার কারণে এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল তৃনমুল কংগ্রেসের সঙ্গে বিরোধী দলের চাপানওতোর শুরু হয়। শাসক দলের তরফে বলা হয়েছে, সামনেই লোকসভা নির্বাচন। তাই বিরোধীরা এইসব ঘটনাকে ঠিক না ভুল, তা যাচাই না করেই ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে। তবে, ইসিএল ও বারাবনি থানার পুলিশের তরফে এই ঘটনা নিয়ে কিছু জানানো হয় নি।