সংবাদদাতা, পানাগড়ঃ- প্রশাসনের নির্দেশে শুক্রবার থেকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হলো দানবাবা মেলা। গত ৯ ই মার্চ থেকে শুরু হয়েছিলো দানবাবা মেলা এবং শেষ হয় ১৬ ই মার্চ । প্রতি বছরের মত আনুষ্ঠানিক ভাবে মেলা শেষ হয়ে গেলেও সেই মেলা থাকে আরও ১০ দিন। এদিকে করোনা নিয়ে নানান নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাই মেলায় সন্ধ্যা হলেই অনেক মানুষ জড়ো হন। ফলে বেশি মানুষ এক জায়গায় হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। জানা গেছে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে মেলা কমিটিকে আবেদন করা হলে মেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে সাহায্য করার আশ্বাস দিয়ে মেলায় বসা সমস্ত দোকানদার কে ২৪ ঘন্টার মধ্যে মেলা প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়। সেই মতই শুক্রবার মেলা প্রাঙ্গনে যুধ্যকালীন তৎপরতায় সমস্ত দোকানদাররা তাদের জিনিসপত্র অন্যত্র সরানোর ব্যাবস্থা করেন।