সংবাদদাতা, বাঁকুড়াঃ- একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারনার নালিশে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমেন সিংহমহাপাত্র ( ৩০) । বাড়ি সিমলাপাল থানার পার্শ্বলা গ্রামে। সোমবার তাঁকে খাতড়া কোর্টে তোলা হয়। বিচারক তাঁর জামিন নাকচ করে ৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিমলাপাল থানার পার্শ্বলা গ্রামের সৌমেন সিংহমহাপাত্র ও কল্লাচ্যা গ্রামের পার্থ সিংহমহাপাত্র নামে এই দুই যুবক সিমলাপালের ধবনি গ্রামের বাসিন্দা পীযূষ সিংহমহাপাত্র নামে এক যুবকে একটি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে ১ লক্ষ ৪০ হাজার টাকা নেয়। এর পর গত ১০ মার্চ জামসেদপুরে নিয়ে গিয়ে তাঁকে একটি বেসরকারি সংস্থায় লাগায়। সেখানে কয়েকদিন কাজ করার পর ওই কোম্পানি তাঁকে ৫ হাজার ৯০১ টাকা দিয়ে তাড়িয়ে দেয় । ঘটনার ওই যুবক প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বাড়ি ফিরে আসেন । পরবর্তী সময়ে বাড়ি ফিয়ে এসে তিনি অভিযুক্ত দুই যুবকের কাছে টাকা ফেরৎ চাইলে তাঁরা তাঁকে চুক করে থাকার হুমকি দেয়। এরপরই গত ২৩ জুন প্রতারিত যুবক সিমলাপাল থানায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে সিমলাপাল থানার পুলিশ রবিবার রাতে সৌমেনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে এদিন কোর্টে তোলে। অপর অভিযুক্ত পলাতক বলে জানা গেছে।