সংবাদদাতা,কোচবিহারঃ– সোমবার বিকেলে পড়ন্ত আলোয় এক পরিবার হারানো অসহায় বৃদ্ধা মায়ের হাহাকারে বিষন্নতায় ডুবলো গোটা গ্রাম। ঘটনা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার কাউয়ার ডেরা গ্রামের। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় একই সাথে মৃত্যু হয় বৃদ্ধা সুনীতিবালা রায়ের ছেলে, পুত্রবধূ, নাতি ও নাতনির।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, রবিবার রাতে পিসতুতো শ্যালিকার বিয়েতে সপরিবার গিয়েছিলেন কোচবিহারের বাণেশ্বরের কাউয়ার ডেরা গ্রামের বাসিন্দা সঞ্জিৎ রায়। দু’বছরের ছেলে ইভান, পাঁচ বছরের মেয়ে ইশাশ্রী এবং স্ত্রী বিপাশাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বিয়ে বাড়ি গিয়েছিলেন সঞ্জিৎ। ফেররা পথে কালজানির কুয়ারপাড় এলাকায় একটি কালভার্টের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের পুকুরে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় চার জনের।
সঞ্জিৎ ও বিপাশা দু’জনেই পেশায় স্কুল শিক্ষক ছিলেন। সঞ্জিৎ উচ্চ প্রাথমিকের এবং বিপাশা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। মাস তিনেক আগেই গাড়ি কিনেছিলেন সঞ্জিৎ। তাঁর বাবা নীলমণি রায় কিডনির রোগে ভুগছিলেন। বাবাকে হাসপাতালে নিয়ে যেতেই গাড়ি কেনেন সঞ্জিৎ। অল্প সময়ে গাড়ি চালানোও শিখে নেন। কিন্তু মর্মান্তিক এই ঘটনার পর নতুন গাড়ি কেনাই তাঁর কাল হল বলে মনে করছেন গ্রামের অনেকেই।