সংবাদদাতা, কাঁকসাঃ- করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণার পাশাপাশি। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা। এমনকি করোনা ভাইরাসের আতঙ্কে জেরে পিছোনো হয়েছে পৌরসভার নির্বাচন। তবে এসবের মধ্যে সবথেকে বড় সমস্যায় পড়েছেন পুলিশকর্মীরা। রাস্তাঘাটে বিভিন্ন ট্রাফিকের মোড় সহ নিরাপত্তার জন্য মোতায়েন থাকতে হয় তাদের। করোনা ভাইরাস এর আতঙ্কে সমস্ত জায়গায় ছুটি ঘোষণা হলেও ছুটি নেই তাদের। তাই সাবধানতা অবলম্বন করে কিভাবে তারা নিত্যদিন নিজেদের দায়িত্বে কর্মস্থলে নিযুক্ত থাকতে পারে সেই সব বিষয়ে কাঁকসা থানার পুলিশ কর্মী ও সিভিক পুলিশ কর্মীদের সচেতন করেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ। করোনা ভাইরাস থেকে বাঁচতে মুখে মাক্স ব্যবহারের পাশাপাশি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করলে এই রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখা যাবে সেই বিষয়ে সচেতন করা হয়।