এই বাংলায় ওয়েব ডেস্কঃ– করোনাভাইরাসের সংক্রমণ ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে , গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। গত ১৬ সেপ্টেম্বেরের পর গতকালই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’হাজারের গণ্ডি টপকেছে। একদিনে প্রায় ১৬% বৃদ্ধি দেখা যাচ্ছে দৈনিক সংক্রমণে।
দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। মাত্র এক সপ্তাহেই দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বঙ্গে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যে। বাংলায় তিন দিনে ১৮% বৃদ্ধি হয়েছে করোনা সংক্রমণে। তবে সংক্রমণ বাড়লেও গত এক সপ্তাহে কেউ মারা যাননি কোভিডে। বিশেষজ্ঞদের মতে, বিলম্বিত হাওয়া বদলের কারণে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশই বর্তমানে দেশের কোভিড সংক্রমণের ভরকেন্দ্র। বাংলায় আগেই ঋতুবদল হয়ে যাওয়ায় এবং সে সময়ে করোনার বদলে অ্যাডিনো ও ফ্লু ভাইরাস বেশি সক্রিয় থাকায় এ রাজ্যে বাড়লেও এখনও চিন্তায় ফেলেনি করোনা। তবে বাংলায় পর্যাপ্ত করোনা পরীক্ষা হচ্ছে না বলেও মত টিকিৎসকদের একাংশের। আরও বেশী পরীক্ষা হলে পজিটিভ কেসও আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে। তবে এখনই করোনা-বিধি পালনের উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।