সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে উপকৃত হচ্ছে রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষ। আর সেমতই বিষ্ণুপুর ব্লক প্রাণিসম্পদ বিকাশ এর পক্ষ থেকে বিষ্ণুপুর ব্লকের মোট তিনজনকে সংকর প্রজাতির বকনা বাছুর প্রদান করা হলো। এর ফলেও আর্থিক ভাবে উপকৃত হবেন এই ৩ পরিবার। এর পাশাপাশি বকনা বাছুর গুলি রাখার জন্য আধুনিক মানের গোয়াল ঘর তৈরি করার জন্য তাদের চার হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই তিন পরিবারের সদস্যরা। কেননা এই গাভী থেকে দুধ বিক্রি করে একদিকে যেমন সমাজের চাহিদা মিটবে অন্যদিকে তেমনি নিজেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। তবে আগামী দিনেও অন্যান্য সাধারণ মানুষদের এই সহযোগিতা করা হবে বলে জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি তাদেরকে একটি প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কিভাবে এই সংকর প্রজাতির বকনা বাছুর গুলিকে প্রতিপালন করতে হবে। ডক্টর রাকেশ মণ্ডল বলেন , গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। আগামী দিনেও অন্যান্যদের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। এছাড়াও তাদেরকে চার-পাঁচটা করে গবাদি পশু খাবার প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
বিষ্ণুপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে তিন জনকে সংকর প্রজাতির বকনা বাছুর প্রদান করা হলো
RELATED ARTICLES