নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি , কখনো বা হালকা কখনো বা ভারী । কিন্তু এই বৃষ্টি দমিয়ে রাখতে পারল না সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে । এদিন প্রায় হাজার খানেক সিপিএম কর্মী একটি মিছিল করে বিষ্ণুপুর পৌরসভার সামনে এসে উপস্থিত হয় । সেখানে কিছু সময় তারা বিক্ষোভ দেখান এবং তারপর তাদের একটি প্রতিনিধিদল পৌরসভার চেয়ারম্যানের হাতে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন । মূলত তাদের দাবি ছিল বিষ্ণুপুর পৌরসভার জলের সমস্যা দূর করতে হবে, এছাড়াও বিষ্ণুপুরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটের যে সমস্যা রয়েছে সেগুলিকে ঠিক করতে হবে এবং হাউস ফর অলের আওতায় এনে প্রকৃত গরিব মানুষদের ঘর দিতে হবে ।আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন বিষ্ণুপুর পৌরসভায় যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা । পর্যটকরা এখানে এলে নাকি তাদের নাকে রুমাল দিয়ে ঘুরতে হয় । এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সিপিএম কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । সিপিএম এই কর্মসূচিকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তা আর বলার অপেক্ষা রাখে না ।