সংবাদদাতা, পানাগড়ঃ- জেলা সম্মেলনকে সফল করতে গ্রামগঞ্জে জোর কদমে প্রচারে নেমেছেন সিপিআইএমের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করে ফেলেছেন তারা। পানাগর বাজার সহ কাঁকসার বিস্তীর্ণ অঞ্চলে ফেস্টুন ও লাগানো হয়েছে। কর্মীদের আশা তাড়াতাড়ি সম্মেলনে ৭০০০ কর্মী-সমর্থকের জমায়েত হবে। সিপিআইএম নেতা অলোক ভট্টাচার্য বলেন বেকার যুবকদের কাজের দাবিতে শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে পানাগর এর কমিউনিটি হলে এবং প্রকাশ্য সমাবেশ হবে পানাগর বাজার হিন্দি স্কুলের যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম।