eaibanglai
Homeএই বাংলায়১২ লক্ষ টাকা হাতিয়ে কলকাতা থেকে ধৃত ৩

১২ লক্ষ টাকা হাতিয়ে কলকাতা থেকে ধৃত ৩

সংবাদদাতা,আসানসোলঃ- ফোন করে এটিএম বসানোর নাম করে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকে তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করল আসানসোলের বারাবনি থানার পুলিশ। ধৃতরা হল মাস্টার মাইন্ড শুভঙ্কর ব্রম্ভচারী, তার স্ত্রী মানসী পাল ও অন্য এক মহিলা মৌসুমী হাতি। বৃহস্পতিবার ডিসি ওয়েস্ট সন্দীপ কররা, এসিপি হীরাপুর ইপ্সিতা দত্ত ও বারাবনি থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল একটি সাংবাদিক সম্মেলন করে ঘটনার কথা জানান।

ঘটনা সূত্রে জানা যায় সম্প্রতি আসানসোলের বারাবনি থানার পানুরিয়া গ্রামের বাসিন্দা চিন্তামণি চর ফোন করে এটিএম বসানোর নামে তার কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে নেমে ফোন কলের সূত্র ধরে কলকাতার বাঁশদ্রোণী ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অভিযান চালায় পুিলশ। এবং তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে মধ্যমগ্রামের একটি কল সেন্টারের আড়ালে চলছিল এই সাইবার প্রতারণা চক্র। সেখান থেকে ফোন করে এটিএম বা মোবাইল টাওয়ার স্থাপন সহ বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে মানুষজনকে প্রলুব্ধ করে প্রতারিত করা হতো। এই চক্রের মূল চক্রী শুভঙ্কর ব্রম্ভচারীর বাড়ি বাঁশদ্রোণী থানা এলাকায়। মধ্যমগ্রামে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালাত সে ও তার স্ত্রী।

ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে বড় কোনো চক্র বা মাথা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments