সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ায় সাইবার সেলে মহিলার অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায় বাঁকুড়া সাইবার ক্রাইম সেলে গত ১৯ শে অক্টোবর এক মহিলা বাঁকুড়ার সাইবার ক্রাইম সেলে এসে পর একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগকারী মহিলা জানান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকদিন ধরে তার বন্ধু বান্ধবীদেরকে অশ্লীল ধরনের ছবি ও সেক্সচুয়ালি মেসেজ পাঠাচ্ছেন যা তিনি করছেন না। অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন মেথড এর মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাঁকুড়ার সদর থানার ডাবরা এলাকার এক যুবক ঐ ভদ্র মহিলার নামে একটি ফেক ফেসবুক এ্যকাউন্ট তৈরি করে। তারপর সেই একাউন্ট থেকে ওই মহিলার সমস্ত বন্ধু-বান্ধবদের বিভিন্ন ধরনের অশ্লীল মেসেজ করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষনাৎ পুলিশ ঐ যুবককে ডাবরা এলাকায় থেকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যা নাগাদ। বৃহস্পতিবার অভিযুক্ত ওই যুবককে আদালতে তোলা হলে আদালত ঐ যুবকে দুদিনের পুলিশি হেপাজতে দেয়।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবক বাঁকুড়া সদর থানা ডাবরা এলাকার বাসিন্দা। ধৃত ওই যুবকের নাম অরূপ মন্ডল(১৯)।
বাঁকুড়া জেলা ডিএসপি ডিএনটি বিশ্বজিৎ নস্কর জানান ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় সাতটি ফেক জিমেইল অ্যাকাউন্ট এবং একটি ফেসবুক একাউন্ট। যদিও পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করে অভিযুক্ত যুবক। ওই যুবকের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। তবে কি করে এমন ঘটনা ঘটাল এই যুবক সেই নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর সাইবার ক্রাইম সেল।