সংবাদদাতা, লাউদোহাঃ- বৃহস্পতিবার সকালে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি ম্যারাথন দৌড়। প্রতিযোগিতাটি শুরু হয় সরপি মোড় থেকে পঞ্চায়েত সমিতির দফতর পর্যন্ত (সাড়ে পাঁচ কিলোমিটার)। ১২৪ জন প্রতিযোগী এতে অংশ নেয়। প্রথম হন বিদ্যুত্ বাগদি নামে এক ব্যাক্তি। তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় সবুজ সাথির সাইকেল। পুরস্কারটি তার হাতে তুলে দেন বিডিও মৃণাল কান্তি বাগচি সভাপতি শ্রীমতি হেমরম ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। উপহার হিসাবে সবুজ সাথীর সাইকেল দেওয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য রাজ্য সরকার কয়েক বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়ার প্রকল্পটি শুরু করেছে। ম্যারাথন রেসে এই সবুজ সাথীর সাইকেল উপহার কী ভাবে দেওয়া হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে দুর্গাপুর ফরিদপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণালকান্তি বাগচি বলেন বিষয়টি তদন্ত করে দেখে যাদের ভুলে এটা হয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমরম জানান বিষয়টি জানা ছিল না খোঁজ নিয়ে দেখব। সবুজ সাথীর সাইকেল ছাত্রছাত্রীদের দেওয়া হয় অন্য কাউকে দেওয়া আইনত দণ্ডনীয়। যদি এ কাজ হয়ে থাকে তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যার বিরুদ্ধে অভিযোগ সেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। সংবাদ মাধ্যমে খবর চাওর হওয়া মাত্রই তড়ি ঘড়ি ব্লক প্রশাসন সবুজ সাথীর সাইকেল দেন সেই ব্যক্তিকে।