সংবাদদাতা, পানাগড়ঃ- এই উৎসবকে ঘিরে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। জানা গেছে আগামী 9তারিখ থেকে শুরু হওয়া মেলা চলবে ১০ দিন। মেলা কমিটির সদস্যরা জানান সব ধর্মের মানুষরা এই মেলায় ভিড় জমায় প্রতি বছর লখ্যাধিক সংখ্যায়। অধিকাংশ মানুষ আসেন এখানে তাদের মনস্কামনা পূরণ করতে। অনেকে আবার মনস্কামনা পূরণ হলে দানবাবার মাজারে চাদর ,গোলাপ জল,নকুলদানা,সুগন্ধি ধুপ দিয়ে পুজো দেন। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মেলা। স্থানীয়রা জানান বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, যে পরিমান ভিড় হয় তা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।