সঙ্গীতা চৌধুরীঃ- ৬ ই সেপ্টেম্বর না ৭ ই সেপ্টেম্বর কবে করবেন জন্মাষ্টমী? এই প্রশ্ন আপনার মনেও এসেছে তো। তাহলে চলুন বলে দেওয়া যাক কবে জন্মাষ্টমী পালন ঠিক হবে। বন্ধুরা আপনারা যদি ৬ তারিখ জন্মাষ্টমী পালন করেন তাহলে আপনাদের ৭ তারিখ বিকেল পর্যন্ত উপোস থাকতে হবে, এক্ষেত্রে আপনাদেরকে দুই দিন উপোস করতে হবে। আর অন্যথায় আপনারা যদি একদিন জন্মাষ্টমী পালন করেন সেটা অবশ্যই ৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করবেন। এখন প্রশ্ন করবেন কেন?
আসলে ৬ ই সেপ্টেম্বর ২০২৩ বুধবার রাত ৮:১৩ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার রাত ৮:০৫ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি রয়েছে। বৃহস্পতিবার নবমি তিথি শুরু হচ্ছে রাত ৮:০৬ মিনিট থেকে, আর ৭ ই সেপ্টেম্বর বিকেল ৩:১৯ পর্যন্ত রোহিণী নক্ষত্রের যোগ রয়েছে।
এখন হরি ভক্তি বিলাসে বলা হয়েছে যে , দশমী বিদ্ধা একাদশী তিথির মতো সপ্তমী বিদ্ধা অষ্টমী তিথিও ত্যাগ করা উচিত। অন্যদিকে জন্মাষ্টমী প্রসঙ্গে পদ্ম পুরানে বলা হয়েছে যে, নবমী যুক্ত অষ্টমী তিথির আরাধনা করলে কোটি কুল মুক্তিপ্রাপ্ত হয়। আর তখন যদি রোহিনী নক্ষত্রের যোগ থাকে, তাহলে সেটা অধিক ফলপ্রদ। তাই সব মত বিচার করে ৭ তারিখ জন্মাষ্টমী ব্রত পালনই সর্বাপেক্ষা উপযুক্ত।