নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ১৫ ডিসেম্বর দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে অনুষ্ঠিত হল স্কুলের প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “ওজস্”। স্কুল প্রাঙ্গনেই অনুষ্ঠিত হয় এই বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বি পি সিং (ডিরেক্টর আই সি বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্লান্ট, দুর্গাপুর) এবং ডঃ আকাঙ্ক্ষা ভাস্কর (আইএএস, চিফ এক্সিকিউটিভ অফিসার এডিডিএ) । এছাড়াও উপস্থিত ছিলেন ডিএভি এল এম সি চেয়ারম্যানএস কে পাল, ডিএভি এল এম সি ম্যানেজার এন কে মোহান্তা, ডিএভি এল এম সি সদস্য ও স্থানীয় বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ও ডিএভি পশ্চিমবঙ্গ শাখার বিভিন্ন প্রিন্সিপাল গণ।
এদিন আমন্ত্রিত অতিথিদের তিলক পরিয়ে ও চারা গাছ প্রদান করে বরণ করা হয়। তারপর গায়ত্রী মন্ত্র সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিগণ। স্কুল কয়্যার গ্রুপের সদস্য উদ্বোধনী সংগীত গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ করে। এরপর শুরু হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ” Aquatic Randyevyu” বা ‘জল সংরক্ষণ’। এই মূল বিষয়কে কেন্দ্র করে শিশু শিক্ষার্থীদের উদ্বোধনী ডান্স, শেল ডান্স, মারমেইড ডান্স, সেলর ডান্স, ডাইভার ডান্স, নাটক, মূকাভিনয়, ইত্যাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশিত হয় এবং দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে ।
অন্যদিকে বিদ্যালয়ের অধ্যক্ষা পশ্চিমবঙ্গ ডি এ ভি সংস্থার আঞ্চলিক নির্দেশিকা পাপিয়া মুখার্জি অতিথিদের স্বাগত জানিয়ে ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্কুলের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্কুলের ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ও অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যাবলির ক্ষেত্রে সফলতার উল্লেখ করে তিনি বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,”যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মান উন্নয়নের চেষ্টা করতে হবে যাতে ছাত্রছাত্রীরা কখনোই পড়াশুনাতে তাদের উৎসাহ হারিয়ে না ফেলে। তাদের প্রতিভা বিকশিত করার আদর্শ স্থান বিদ্যালয়। তাই, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।” অনুষ্ঠানে উপস্থিত অতিথি গণ তাঁদের ভাষণে বলেন, “শিক্ষার্থীদের পরিবেশনা, তাদের শৃঙ্খলা বোধ প্রশংসার দাবি রাখে।” তাঁরা আরো বলেন, “শিক্ষার্থীদের ওপর অভিভাবক গণ যেন তাঁদের মতামত চাপিয়ে না দেন। শিক্ষার্থীদের সহজাত প্রতিভা যেন পূর্ণতা পায়।”
এরপর অতিথিগণ শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য পুরস্কার ও শংসাপত্র তুলে দেন । সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।