নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুরের ডি.এ.ভি. মডেল স্কুলে ছোটদের (এল.কে.জি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের) জন্য আয়োজিত হল বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় গায়ত্রী মন্ত্র পাঠ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এরপর অতিথিদের স্বাগত জানাতে সমবেত সঙ্গীত পরিবেশন করে শিশুরা। বিভিন্ন বিভাগে সেরা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যান্টাসি ওয়ার্ল্ড’, যেখানে খুদে পড়ুয়ারা নাটকের মাধ্যমে অনেক ধরনের মজার অভিব্যক্তি উপস্থাপন করে। এরপর স্কুলের শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রে সঙ্গীত পরিবেশন করে। যেই সুরের মূর্ছনায় অভিভুত হন উপস্থিতি সকলে। শেষে ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএস-এর প্রতিষ্ঠাতা সচিব শিউলি মুখোপাধ্যায়, দুর্গাপুর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ সামিত ও সিন্ধুরা বৈষ্ণবী সহ ডি.এ.ভি. গোষ্ঠীর পশ্চিমবঙ্গে অবস্থিত অন্যান্য স্কুলের অধ্যক্ষরা।





