সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– পোস্ট অফিসের পাবলিক ফান্ডের টাকা তছরুপের মামলায় দোষী সাব্যস্ত হলেন এসএসপি বা সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিস। ১৫ বছর আগের আসানসোল হেড পোস্ট অফিসের এই তছরুপের ঘটনায় গত বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী শুনানি শেষে সাজা ঘোষণা করেন। চূড়ান্ত রায়ে বিচারক তদানীন্তন এসএসপি মলয় পালের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন।
শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের সদর দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই মামলা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। তাতে জানা যায়, সিবিআই ২০০৯ সালের ২৭ জানুয়ারি এই মামলা নথিভুক্ত করে। সেই সময় আসানসোল বড় পোস্ট অফিসে এসএসপি বা সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিস ছিলেন মলয় পাল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সিবিআইয়ের অফিসাররা জানতে পারেন পোস্ট অফিসের মোট ৪৪ টি একাউন্টে টাকা জমা ও তোলার ক্ষেত্রে গরমিল হয়েছে। যার মধ্যে ৪২ টি উইথড্র ভাউচারে টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। ২ টি ডিপোজিট ভাউচারে টাকার অঙ্ক কমানো হয়েছে। তদন্তে আরো জানা যায়, সেই টাকার অঙ্ক সবমিলিয়ে ৭২ হাজার ৭৪ টাকা। এই টাকা বিভিন্ন ব্যাঙ্ক একাউন্টে গেছে। আর গোটা বিষয়টির পেছনে ছিলেন সেই সময়ের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিসের পদে থাকা মলয় পাল। পোষ্ট অফিসের টাকা বা পাবলিক ফান্ড তছরুপের তদন্ত শেষে ২০১০ সালের সিবিআই আদালতে এসএসপির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ১৫ বছরের বেশী সময় ধরে মামলা চলার পরে সওয়াল-জবাব শেষে গত বৃহস্পতিবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে এসএসপি দোষী সাব্যস্ত হন ও তার সাজা ঘোষণা করেন বিচারক।