eaibanglai
Homeএই বাংলায়সিজানো তে মাছের চাহিদা তুঙ্গে

সিজানো তে মাছের চাহিদা তুঙ্গে

সোমনাথ মুখার্জি, অন্ডাল:– বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি হল সিজনো উৎসব। সরস্বতী পুজোর দিন রান্না করে পরের দিন সেই রান্না খাওয়া এই উৎসবের রীতি। মাছের বিভিন্ন পদ রান্না করে খাওয়া এই উৎসবের একটি অঙ্গ। স্বাভাব তই এই উৎসবে বাজারে মাছের চাহিদা থাকে তুঙ্গে। এই বছরও যার ব্যতিক্রম ছিল না। মঙ্গলবার রাত থেকেই উখড়ায় মাছের আড়ত গুলোতে ছিল ক্রেতা বিক্রেতার ভিড়। বুধবারও বাজারের চিত্রটা ছিল একই। আড়ত মালিক গোপী ধীবর, সুজিত ধীবর রা জানান এ বছর মাছের জোগান ও চাহিদা ছিল অন্য বছরের তুলনায় বেশি। আড়তে বড় দেশি মাছ বিক্রি হয়েছে চার’শ থেকে সাড়ে চার’শ টাকা কিলো দরে। সর্বাধিক আট কেজি ওজনের মাছ টি বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকায়। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের মাছ থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ মতো মাছ নিতে পেরেছে বলে জানান তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments