সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– ফের চিত্তরঞ্জন রেল শহরে উচ্ছেদ অভিযান। এদিন সিএলডব্লিউ (চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস) কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে ভেঙে ফেলা হয় ৩১টি ছোট বড় ঝুপড়ি বাড়ি। আরপিএফ-এর কড়া নজরদারিতে কোনরকম প্রতিরোধ ছাড়াই এদিন কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন বস্তি এলাকায় একের পর এক বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। যারা এই বাড়িগুলিতে বসবাস করতেন
তাদের অধিকাংশ খেটে খাওয়া শ্রমজীবী মানুষজন। কেউ রিক্সা চালক, ভ্যান চালক বা মজুর। এলাকার মহিলাদের অনেকে আবার আশেপাশের আবাসনে পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন।
তবে এই উচ্ছেদের নোটিশ আগেই জারি করা হয়েছিল বলে জানিয়েছে সিএলডব্লিউ কর্তৃপক্ষ। জুন মাসের ১৭ই তারিখে জারি করা সেই নোটিশে জানানো হয়েছিল যে ১৮ই জুলাইয়ের মধ্যে উঠে না গেলে কর্তৃপক্ষ অবৈধ সব কাঠামো ভেঙে ফেলবেন।
প্রসঙ্গত শহরকে পরিচ্ছন্ন রাখতে ও বহিরাগতদের দখল থেকে মুক্ত করে রেল আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত বছরের এপ্রিল মাস থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সিএলডব্লিউ। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযানে রেল শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। যাতে ভাঙা পড়ে প্রায় কয়েকশো দোকান ঘর বাড়ি । তবে ভোটের আগে এই অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছিল। ভোট মিটতেই ফের তা শুরু হয়েছে।